রতনলাল আচার্য্যের কবিতা

রতনলাল আচার্য্যের কবিতা

অন্তহীন

যতদিন আত্মপরিচয় গোপন করে
যাত্রামঞ্চে অভিনয় করেছি
ততদিন ভালই ছিলাম।
অজ্ঞাতবাস কেড়ে নিতে
পারেনি আমার সব মলিনতা !

আমার মত অস্থির মতির
কাছে কামসাগরে বিচরণ করাটা
ছিল একেবারেই বেমানান
মুক্তোর সন্ধানে বৃথাই
তোমার ভূগোলের সীমানায়
চক্কর খেয়েছি দিনরাত।

খোয়াব

নিথর জলের বুকে ফুটে উঠেছিল
বিকেলের সূর্যটার তমসাচ্ছন্ন মুখশ্রী।
কি যেন বলতে চেয়েছিল সে
অষ্টপ্রহরের অম্লমধুর কাব্যটা
সাথেই ছিল তার।

বহুকালের সীমাহীন একাকীত্ব
তাকে সঙ্গীন করেছিল বেশ !

নিত্যদিনের ধারাপাত মেলে ধরেছিল
অন্তহীন আকাশের কাছে।

এই গোধূলিসন্ধ্যায় তাকে
দেখলাম বহুপথ হেঁটে আসা
এক ক্লান্ত মুসাফিরের চোখে !