মৃধা আলাউদ্দিনের কবিতা

মৃধা আলাউদ্দিনের কবিতা

প্রজাপতি হয়ে গেছে কোনো কোনো মাছ

নদী আর নারীর মাংস খেয়ে দেখি, আহা
উড়ে যায় শীতের পাখি;
ঘাস-মাটি, হিজল ফুল, ঝরা ম্যাপল পাতা
রাস্তা পড়ে থাকে রাস্তায়…

নদী আর নারীর মাংস খেয়ে দেখি, আহা
সব বসন্তে ভরে আছে ফুল
কৃষ্ণচূড়া-কৃষ্ণচূড়া, নটি-নাইটংগেল
পাপড়িগুলো ফুল হয়ে মেলে দেয় ডানা

নদী আর নারীর মাংস খেয়ে দেখি, আহা
আকাশে ভেঙে পড়া সন্ধ্যার সুর
রাত্রি-রাত্রি, বরফের বইড়ি ছল;
ফুঁ দেই ফেটে যায় আকাশের চাঁদ

নদী আর নারীর মাংস খেয়ে দেখি, আহা
প্রজাপতি হয়ে গেছে কোনো কোনো মাছ
ইলিশ, বেলে, বাইম… সমুদ্র-সাগর
এবং আপেলগুলো বদলে যায়

নীল ঢেউ, পাখির গুঞ্জন কাফকার আকাশ
এবং হরিণ হয় কোনো কোনো মাছ…

আলোর বৃষ্টি

চোখের গভীরে রোদ-রাত্রি
কঠিন-কোমল সৌন্দর্যের মর্মর পাথর
হাঁসগুলো ভেসে যায় বিশাল সমুদ্রে
জলের উজানে ভাসে জলমুগ্ধ মাছ শব্দহীন

বর্ষায়-বৃষ্টিতে ফোটে ফুল
উল্লসিত পাথর-পৃথিবী
ঝরে যায় প্রতারক প্রেম-জোছনা
অবিশ্রান্ত বৃষ্টির মেঘ
অসীম বিশ্বাসে ছুটে আসে প্রজ্বলিত ঘোড়া
এক আলোর পৃথিবী।

আমার সুখগুলো…

তুষার খণ্ডিত লাল-নীল, ঝলমলে মোহময় রাতে
আমি ভেসে যাই নীল নয়নার মাতাল নৃত্যে
শাওন অথবা বৃষ্টির বেখেয়ালি বাতাসে
বাইরে-বারান্দায়…
পুড়তে থাকি পূর্ণিমা বা অসম রোদে।

অথচ
একদিন প্রবল বিশ্বাসের মতো আমার সুখগুলোর
আশ্রয় ছিল প্রিয়ার আঁচলে শুভ্র-শান্তির অভয়ারণ্যে।

লেখক: কবি, কথাশিল্পী,প্রাবন্ধিক।