মালা ঘোষ মিত্রের কবিতা

সীমানা পেরিয়ে
আলো মেখে পাখিরা বাসায় ফেরে
ভিক্টোরিয়া ঘাসে, ঝিলের জলে
স্পষ্ট আমি তার সুকরুণ ইশারা
দেখি, চারিদিকে ঝলমলে রোদের
আমেজ মেখে প্রস্তুত কোথায় তুমি?
একটা পাখি টিউউ- টিউন করে ডাকছে,
কত পাখি আসে ঋতু পেরিয়ে,
আকাশের বর্ণমালা, চোখে চোখ
সমুদ্রের হৃদয় নিয়ে বসেছি দুয়ারে
জন্মান্তর ভালোবাসা আছে বলেই
এপারে ওপারে সীমান্তরেখা
পেরিয়ে এগিয়ে চলা।