প্রনব রুদ্রের কবিতা

পাখি উড়তে চায়
জীবন তরীতে নিত্য ঈশরার কাঁচঘর
শুকনো ঝড়াপাতার মৌসুমে হাঁটছি
পাল্টে যাচ্ছে চারপাশ
মোহিত কুঁড়ি ফুলও আয়ু শেষে নষ্টই হয়
একার চলা পথ মোহবর্জিত-ই হয় সর্বদা
দেখতে থাকি
কখনোই শেষ হয় না খেলার ছলচাতুরী
পাগলি,
অন্তহীন অপেক্ষার পর কি
একবার আমার লজ্জা ভাঙ্গাবি?
ঝড়-ঝঞ্ঝায় ভাঙ্গা ডানা তুলে
পাখিটা আবারো উড়তে চায়
স্পর্শ
তোমার আমার মাঝে
স্পর্শ আজ সেতু নয়, অন্তরায়
তবু ভালোবাসা ছিল
তবু ভালোবাসা থাকে
অশনি হাওয়ার গান
আকাশ বাতাসে আগুন জ্বালছে কাফন
দেহাতীত বেদনায় রক্ত দাহের দাফন
টিপে দিলে সব চুপ
মৃত লাশে পুড়ে ধূপ
ছেলানি সভ্য-তা মাপে সহবত মৌফান!