লেখা পাঠানোর নিয়মাবলী

লেখা পাঠানোর নিয়মাবলী

১। প্রেরিত লেখার সাথে নিজের একটি প্রোফাইল/ফিচার ছবি-সহ নাম, ঠিকানা এবং ইমেইল ঠিকানা পাঠাবেন।

২। অবশ্যই স্বরচিত এবং অপ্রকাশিত লেখা পাঠাবেন।

৩। লেখা অভ্রতে ওয়ার্ডফাইল অথবা মেইল বডিতে পাঠাবেন।

৪। কবিতা ৩ থেকে ৫টি।
গল্প / অণুগল্প / প্রবন্ধ / ভ্রমণ / বই আলোচনা— একটি, বিভাগ উল্লেখ করে পাঠাবেন।
যে কোনো লেখার ইংরেজি অনুবাদ অথবা সরাসরি ইংরেজি লেখা, ইংরেজি সংস্করণে একই নিয়মে পাঠানো যাবে।

৫। মনোনীত লেখা দুইমাসের মধ্যে প্রকাশ করা হবে।

৬। ড্যাশ— প্রকাশের তারিখ ইত্যাদি ড্যাশ- এর ফেইসবুক পেইজ/ ফেইসবুক আইডিতে অগ্রিম জানানো হবে।

৭। ড্যাশ— ওয়েবম্যাগে বাংলা/ইংরেজিতে লেখকের ইচ্ছানুসারে পাঠানো স্বরচিত লেখা প্রকাশের জন্য অনুমতি প্রদান ধরে নিয়ে-ই প্রকাশ করা হয়। প্রকাশিত লেখার জন্য আপাতত কোনো সম্মানী দেয়া হচ্ছে না। প্রকাশিত লেখার ভাবনা বক্তব্য সম্পূর্ণ লেখকের নিজস্ব ।

* লেখা পাঠানোর ইমেইল : dash.mag20@gmail.com

* লেখা জমা দেয়ার শেষ তারিখ প্রতি মাসের ২৫ তারিখ।

* ড্যাশ টিম কর্তৃক বাছাইকৃত লেখাই প্রকাশ করা হয়।

ড্যাশ— এর বাংলা ও ইংলিশ ভার্সনঃ
ড্যাশ- বাংলা
Dash- English