শীতল চট্টোপাধ্যায়ের কবিতা

শীতল চট্টোপাধ্যায়ের কবিতা

টানা রিকশা

কাঠের দু’টি হাতল হাতকে ধরে
মহানগরের পথকে জীবন পথ ক’রে
ছোটে জীবন শক্তি ৷
বসার গদিতে বসিয়ে
কখনো টাকার থলিকে ছোটায়
বড়বাজারের দিকে ,
হাতল ধরা হাত বোঝেনা
ওই টাকার নাগাল , তার জন্য
দশ- কুড়ির একটা নোটই
তাকে চিনে ধরা দেয় ,
এই ধরা টুকুর জন্যই
রাজপথের আশ্রয়ে বেঁচে থাকে
ছুটন্ত পায়ের জীবন ছোটা ,
টানা রিকশার টানে টিকে থাকে
জীবন অস্তিত্ব ৷

ঠোঁটে

লাল মাটির বুকে
শব্দ প্রাণ খুঁজি
নতুন লালন হয়ে ৷
পাথরের মতো রুখু মাটি শেষে
তামাটে মুখের ঠোঁটে
কখন যেন উচ্চারণ হবে
বৃষ্টি কথা ৷
তার জন্য প্রতীক্ষা মেয়াদে
উত্তীর্ণ হয়ে যায়
একটা জীবনই প্রায় ৷
সাদা পাতার ওপর
পাথর হয়ে আসে
কলমের ঠোঁট ৷