আবু আফজাল সালেহ’র কবিতা

আমি তোমার অর্কিড
তারারা আকাশজুড়ে উজ্জ্বল
রাতের বাতাসে মৃদু দীর্ঘশ্বাস
চাঁদের আলো জ্বলছে, ঢেউ খেলছে।
তারা কিংবা চাঁদের নিচে
আমি তোমার সতেজ অর্কিড
শুধু তোমার জন্য প্রস্ফুটিত হই।
জগৎবাসী দেখুক,
একটি ছেলে ও একটি মেয়ের নিখুঁত ভালোবাসা।
চকচকে শহর, তবুও
রাতের ঝলমলে নিস্তব্ধ শহর
নিস্তব্ধ, তবুও ট্রিলিয়ন নোট দুলছে
ঘরের স্তর, তবুও গৃহহারা
ভেতরটা ফাঁপা, ধূলিময় উচ্চতার ডাক।
স্যাটালাইট স্মৃতির মাধ্যমে হাজির
কৃত্রিম ভালোবাসার চাদর
কোষগুলো আন্তঃলিংক মিশ্রিত মাংসপিণ্ড।
রাস্তার পাশে মসজিদ আর মসজিদ
মন্দিরের পর মন্দির
গির্জার পর গির্জা
আশ্রম, দাতব্যপ্রতিষ্ঠান।
তবুও শহর আমাকে বের করে দেয়
একটুও ভালোবাসতে পারে না!