শিহাব উদ্দিন রাশেদের কবিতা

শিহাব উদ্দিন রাশেদের কবিতা

আমি মরে রইলাম

মরা শালিকের ময়নাতদন্ত শেষ হওয়ার আগেই
সঙ্গিনী দিগন্তের শেষ খুঁজে পায়
হৃদপিণ্ডে গাট্টি খানিক জৌলুশ লেপটে আছে
জাফরানের ঘ্রাণ নিঃসরণের পরিমাণ মাপামাপিতে ব্যস্ত মানুষ
হতাশার ধ্বনি খুঁজে পাওয়া দুষ্কর
হতাশার মূলেও হতাশা, কাণ্ডেও হতাশা
হয়তো জীবন্ত পাখিগুলো একারণেই উড়ে যায়
কেবলই শাঁ-শাঁ উড়ে যায়…

একটি সভ্যতা একসময় আরেকটি সভ্যতার বিপক্ষে মিছিল ধরে
এজন্যই অসভ্যের হতে সভ্যতা খুন হয়
প্রত্যক্ষদর্শী মানুষগুলো কেবলই ভুক্তভোগীদের কাতারে জড়ো হয়
হয়তো-
সঙ্গিনী দিগন্তের শেষ খুঁজে পায়
কিন্তু খুনের রহস্য খুঁজে পায় না কখনো!

নৃত্যের ছন্দপতন হলে দর্শকেরা লাফাবে
আবার ছন্দে-ছন্দেও লাফাবে
দুইয়ের তফাত ঠিকই বুঝে নেয় নর্তকী
এজন্যই তর্কের খাতিরে অনেকেই তালবেতালে নাচে
যত্রতত্র নাচে…
-হয়তো আমিও! শুধু-
সঙ্গিনী দিগন্তের শেষ খুঁজে পায়
কিন্তু খুনের রহস্য খুঁজে পায় না কখনো!

চুম্বনের আয়ুষ্কাল

একটি সশব্দ চুম্বনের সংস্রব
লোফালুফি করে
বড্ড লোফালুফি করে -অথচ মানুষ ঘুমায়
না ঘুমালে প্রিয় চুম্বনের লাগামহীন বেলেল্লাপনা গ্রাস করতো মানুষকে
হয়তো স্বাস্থ্যবিজ্ঞান একারণেই দৈনিক ঘুমের রুটিন চেপে দিয়েছে মানুষের ঘাড়ে
হ্যাঁ, নিতান্তই এমন!
একটি সশব্দ চুম্বনের সংস্রব
মানুষকে ততক্ষণ জেগে রাখে
যতক্ষণ না একটি চুম্বনের আয়ুষ্কাল
তার অবচয় সঞ্চিতির সমান হয়
স্বাস্থ্যবিজ্ঞান যা-ই বলুক না কেন
হিসাব বিজ্ঞান এমনই বলছে….

চুম্বনের আয়তন

চুম্বন ছাড়াও যদি ওষ্ঠ থেকে ওষ্ঠার্ঘ্রে পৌঁছে ওষ্ঠের ঘ্রাণ
তবে। চুম্বনের আয়তন বুঝতে
প্রেমিকও যদি ওতোপ্রোতো চুষে জ্বলজ্বলে রোদ্দুর পোয়াতি আকাশ-
প্রসব যন্ত্রণা ছাড়াই জন্মদেয় উলঙ্গ আঁধার
বিকিনি ছাড়াও জোনাকি বাতি জ্বালায় দিব্যি
ততক্ষণে প্রেমিকও পৌঁছে প্রেমিকের গোপন ঠিকানায়
যদিও বা-
চুম্বনের লক্ষ্যবস্তুর উপর নির্ভর করে চুম্বনের আয়তন!