কেয়া ওয়াহিদের কবিতা

কেয়া ওয়াহিদের কবিতা

ভুলে থাকা ভুল

দেয়াল ঘেঁষে বেড়ে ওটা সবুজ জীবনলতা_
আকাশ ছুঁতে চাওয়া ইচ্ছা মন
দিনশেষে একা হয়ে যায়
মায়াকালের সুতো কেটে কেটে।
পলেস্তরার আড়ালে চুনসুরকীর বেদনা
স্মৃতি ছায়াপথের বাঁকে বাঁকে
চরম মনে রাখাও যেন ভুলে যাওয়ার কারণ!

প্রত্যুত্তর

আজকাল পাখিদের সাথে নিয়মিত কথা হয়।চিরসবুজ দেবদারুর ঝাঁকড়া মাথায় ওদের বাসা হলেও ওরা প্রায় বারান্দায় আসে নতুন বন্ধুকে দেখতে। তাদের ভাষায় কিংবা উচ্চারণে কোন জড়তা নেই। ঠিকই বুঝতে পারি ভালোবাসি শব্দের প্রত্যুত্তরটা।

নিরুদ্দেশ যতিচিহ্ন

আকাশজুড়ে উড়ন্ত পাখামেলা ডায়েরি,
নিবিড় মনোযোগে লেখা জীবনের কথকথা—
তারপর সে নিলামে উঠে সর্বোচ্চ মূল্যে
ভক্ত পাঠকের তুমুল ভিড়ে ব্যস্ত বইমেলা,
অটোগ্রাফের অপেক্ষায় ঝর্ণা কলম,
পৃথিবী ফিরে আসে না কিনতে পারার বেদনায়!
বিবর্ণ যতিচিহ্নরা সসংকোচে নিরুদ্দেশ হয়
পুরোনো বুকশেলফের খোঁজে…