স্বপন নাগের কবিতা

স্বপন নাগের কবিতা

যাপন

ফসলহীনতার গল্পে সারা মাঠ শুয়ে আছে দিগন্ত জুড়ে।

এমন নিদারুণ দিনে কোন্ গল্প শোনাবে তুমি ?
কী রঙে সাজাবে প্রচ্ছদ ?

একটি শস্যকীর্ণ সবুজ মাঠ
রজঃস্বলা একটি যুবতী রাত
একটি তরতাজা দীপ্র সকাল
আমাদেরও স্বপ্নে ছিল একদিন।

আজ হল না ব’লে কাল কেউ করে যাবে,
কোনো অনুজ —
আজও এক বিলাসী স্বপ্নের ওমে অশ্লীল রাত্রি কাটাই !

অনিয়ম

তিনি বললেন, সোজা গিয়ে ডানদিকে যাও ঘুরে।

বিস্ময়ে সে ইতস্তত, কিন্তু …

কিন্তু-টিন্তু কিচ্ছু নয়, তিনি বললেন, তাই !
রাখালও রায়, গোরুও যায়
এবং নিয়ম এইটাই —
কে যেন এক ভিড়ের মাঝে বললে ঘোষণায়।

মাথা তুলে তাকিয়ে দেখো, ওই যে একটু দূরে
মাঠের ওপর লুটিয়ে আছে অন্যরঙা আকাশ
তারই নিচে সবুজ ঢেউয়ে আন্দোলিত ঘাস
ডাকছে তোমায় —
এসো, বেলা পড়ার আগেভাগেই
দলবেঁধে সব যাই।

তিনি বলুন তেনার মত
আমরা তো আমাদেরই পরিশ্রমে খাই !