আসাদ মান্নানের কবিতা মার্চ ২১, ২০২১ স্বগতোক্তি লক্ষ চোখ থাকতো যদি তাও তোমাকে দেখার জন্য ; এই যে ভুগছি দৃষ্টিহীনতায় তাও তোমাকে দেখতে দেখতে। লক্ষ বছর বাঁচি যদি তাও তো শুধু তোমার জন্য; এই মুহূর্তে মরি যদি তাও কী তবে তোমার জন্য!