শর্মিষ্ঠা বিশ্বাসের কবিতা

সূচনা
ডান হাতটি চাপা পড়ে গেলো
বাম,সে-তো অনন্য এক আকর!
ভূমিকম্প পরিমাপক যন্ত্রে ছড়িয়ে যায় সেই ছোটোবেলার গল্প।
অতৃপ্তি
পূর্ণতা এক স্বতন্ত্র রাষ্ট্র সূচনা।
পৃথিবীর জন্ম
জলপ্রপাতের কাছাকাছি পৃথিবী জন্ম নিচ্ছে।
নীহারিকা যারা, কলম তুলির টানে
সত্যজিৎ রায় আঁকছে।
মোহনদাস
কাল বলিনি তোমায়
বলেছি
বিনিদ্র উঠোন জুড়ে নীলা আসমান
মহাকালমাঝে
সে এক অনবদ্য আম্রমঞ্জরি
বুঁদি পোকা মাটি থেকে বের হওয়া গ্রাম
চাল চুঁইয়ে নামে মোহনদাস করমচাঁদ গান্ধী।