সুবীর সরকারের কবিতা

হাসি
চোখাচোখি হলে হলঘরে হাসির শব্দ
ভোরের আলোয় আমাদের পিয়ানোবাদক
বৃষ্টির কি কোন পূর্বাভাস থাকে!
বাড়ি ও বাগানসমেত এক জীবন
ইতিহাস
ইতিহাস ভুলে যাই,খিচুনি ভুলি
না
সাজানো হকিস্টিক,মাকড়সার জাল
রোদ ওঠে না;তাই মনখারাপ
সাঁকো
সাঁকোর ওপর দাঁড়ালে চারপাশটা ভিঞ্চির আঁকা
ছবি
বিরাট বিরাট সব মিছিল
কারো পায়ে জুতো নেই
ভাটিয়ালি শুনি,নুনজল
খাই
আয়না
যদি অন্ধকারের পাশে আয়না রাখো
উপসংহারে জুড়ে দাও গল্প
‘রাস্তায় রাস্তায় ছড়িয়ে থাকছে
শোক’
সেলফি
মধ্যাহ্নভোজের পর আমরা সেলফি
তুলি
আকাশভরতি শালিক।
স্পর্শ করি ইঁদুর ও শ্যাওলা
খাদ্যতালিকায় আপেল থাকাটা
জরুরি