আবদুল বাতেনের কবিতা

আবদুল বাতেনের কবিতা

নববর্ষে প্রার্থনা

যাক জাহান্নামে
বিজ্ঞানের দানে
মানুষের অনন্ত আহাজারি
মহাশূন্যতার শাণিত শৃঙ্খল।
চৌচির হোক চরম
মেধায় ও প্রত্যয়ে
শ্বাসরুদ্ধকর এই কারাগার
অসহ্য বেদনার চাষাবাদ!
অপূর্ব শ্রমালোকে
লাফিয়ে নামুক
দুরাশার দাবানল নিভে
বিরান বুকে সবুজ সমগ্র।
গান হোক হরেক
পাখিদের স্বরগ্রামে
সুন্দরের, প্রাণীসকল সাজুক
রঙঢঙে, যেমন খুশি তেমন!
সেরে উঠুক ঊষার
নববর্ষ আলিঙ্গনে
হাহাকারের হাড়মজ্জা গুঁড়ো করে
পৃথিবী পুনরায়, হরষে পবিত্রতায়!

শিরোনামহীন

পা বাড়াতেই পালিয়ে যায় পথ!
পাথরখন্ডই কি নিয়তি আমার?
উড়ে যায়
বিশ্বস্ত বৃক্ষরাজি
পাখিসব সুর ছন্দের
সবুজায়নের স্লোগান!
দৃষ্টি ফেলতেই
মরে একাকার
বান্ধব বাতি
ঘর বারান্দায়
অমানিশার উৎসব!
পরিত্যক্ত পলকে
এডিসনের উদার আবিষ্কার!
অন্ধত্বই পরিণতি, শেষমেশ?