সমাজ বসুর কবিতা

সাময়িক সুখের কবিতা
কিছু কিছু মানুষ কাছে থাকলে ঝলমলে রোদ ওঠে–
প্রজাপতি ছুঁয়ে পালায় সবুজ ফুলের ঠোঁট,
সব দুঃখ হাঁটু মুড়ে বসে থাকে ভিখিরির মত–
এবং ঠিক তখনই–
জামার বোতাম খুলে রহমানের গান শিষ দিতে দিতে
পাশ দিয়ে হেঁটে যায় স্বাচ্ছন্দ্যবোধ।
কিছু কিছু মানুষ কাছে থাকলে–
সেই সময় এক রঙীন জাদুকর রাংতায় মোড়া টিনের বাক্স থেকে
তুলে আনে এক অদ্ভুত সুন্দর শহর,যেখানে
একটাও মাছি অথবা কাক নেই।
যা নীলকন্ঠ
আজ ভাসানের দিন,
যা নীলকন্ঠ
হাওয়ায় ভেসে ভেসে যা—
শোলার অলংকারে সাজুক এই নদী—
ক্রমশ ধুয়ে যাওয়া চোখের পাতায় কিংবা
জরির পোশাকে
দশমীর চাঁদ নিয়ে ডুবে যায়—
মানুষের স্বত্ত্বা,আরো বিবর্ণ আলাপচারিতায় একটু একটু খুলে পড়ে
অকুশল ভণিতায় কাঠে খড়ে জড়ানো
শহরের ভাসানের সংবাদ নিয়ে যা নীলকন্ঠ-
হাওয়ায় ভেসে ভেসে নিঃস্বার্থ শীতল সাদা অরণ্যে।