অণুগল্পঃ ঝিনুকের মুক্ত মুক্তি

ঝিনুকের মুক্ত মুক্তি
অঞ্জলি দে নন্দী, মম
বড় যন্ত্রণা! মুক্ত থেকে কবে যে পাবো মুক্তি? মনে মনে ভাবে। শুক্তি প্রার্থনা করে-” হে ঈশ্বর! তুমি এটাকে বের করে দাও, জলদী! ” ঈশ্বর- ” মুক্তর থেকে মুক্তি পেলেই তোর জীবন থেকেও মুক্তি হবে। বলে কী চাস? কষ্টের জীবন না মুক্তির মরণ? ” ঝিনুক – ” মুক্ত মুক্ত জীবন! ” ঈশ্বর-“তথাস্তু!”
এক সাধু স্নান করতে এলেন। তাঁর পায়ে কী যেন ঠেকলো! ডুবে তুললেন। ঝিনুক। উনি ঝিনুকের অন্তর দিব্য দৃষ্টিতে দেখলেন। মুক্তটি বের করে ওকে দূরে জলে ছুঁড়ে ফেলে দিলেন। মুক্তটি সৈকতে বসা ভিখারীকে দান করলেন। সেটি এক ভ্রমণকারীনীকে বেচে ও টাকা পেল। তা দিয়ে খাবার কিনে খেলো। ঝিনুকটি ততক্ষণে মহাসাগরের অতলে পৌঁছে গেছে।