সোহাগ সিদ্দিকীর কবিতা

সোহাগ সিদ্দিকীর কবিতা

আপন বিচারে আমি

আমার ঠিকানা আমি উড়িয়ে দিয়েছি
গন্তব্য ফেলেছি গিলে আপন বিচারে
সময় শিকল পড়ে বোধের ফাটকে
অনন্ত জীবন দিয়ে পরিপূর্ণ সাজা
আমার নিস্তার নেই নিস্তব্ধ বিশ্বাস
কবিতার সাথে আর নেই বসবাস
আর কোন কালজয়ী চরণ অমৃতে
মিটাবো না স্বাদ হৃদখরা যত হোক
অবাদি শব্দমঙ্গায় গুটানো দু’হাত
আঁকাবো না দুচোখে আর সবুজ কোরাস
উপমা বাসনা দেব গ্রহ নির্বাসন
অন্তমিল দুষ্টচক্রে পতন ঘটাবো
আগুন লাগাবো সব স্তবক শরীরে
কীভাবে ঠেকাবে এই কবিতা বিচার