মঈন উদ্দিন মামুনের কবিতা

নেটফ্লিক্স ও প্রযুক্তি
রক্ত কণিকার মতো প্লাজমায় ভাসতে থাকে…
প্রেম!
এই ভেজা বর্ষায় কদমের গল্পে কেউ নেই-
লকডাউনে সূর্যের নিচে যতটা উচ্ছ্বসিত
হওয়া সম্ভব…
কখনো এতো আবেগের সবরকম তীব্রতা উপভোগ
করেনি;
দুঃসময় এখনো কাটেনি…
নদ নদী হাওর-বাঁওড়ে নেই মানুষের হৈ-হুল্লোড়,
একদিন মেঘের পরে মেঘ জমবেই;
আঁধার হবে আলো
এখন-
নেটফ্লিক্স ও প্রযুক্তি হয়েছে সবার সঙ্গী;
হাঁটার কাজটাও ট্রেডমিলে হয়…
ট্রল হচ্ছে-
হচ্ছেতো?
নিউনরমালেও!
তিস্তার ভাঙ্গনের মতো…
প্লে-লিস্টে এই ট্যাটিসটিকস’টি সত্যের উল্টো যেন
আজ ন্যানো টেকনোলজিতে-
চতুর্থ শিল্পবিপ্লব!
এখনো…
যুদ্ধ ও নিপীড়ন কোথাও থামেনি কেন?
মৃত্যু নয়,জীবনের কথা ভাবছি…
গভীর হচ্ছে মানুষের যোগাযোগ।
প্রথম বার এতটা অখণ্ড-
অবসর মিলেছিল বলে…
আজ বিটাউন সাম্রাজ্যের বুকে-
এই করুণ এপিটাফ!
‘যদিও ভুলে যাও-
কথা দিয়ে যাও
স্মরণের পাতায়
রাখবে কি আমায়?
হৃদয়ে এই তপ্ত দিনেও-
ঠান্ডা বাতাসের প্রশান্তি হয়ে থাকবে
সকাল ও গৈরিক বিকেলে;
নিউমোনিয়া শট-
ফ্লু শট…
জীবনের মৃত্যু ঝুঁকিতে বাঁধা হ’য়ে যায়!
এই ভ্যাকসিন গুলো ফলো করতে শিখুন…
“এক্সটিংশন রেবেলিয়ন” দিয়ে কি আর হবে?