সম্পা পালের কবিতা

সম্পা পালের কবিতা

উপত্যকা

কখনো কখনো ভাবি যদি আমার একটি উপত্যকা থাকতো
সঙ্গে একটা নদী
ব‍্যাক গ্ৰাউন্ডে পাহাড়ি পিয়ানো

নদীটা বংশ কৌলিন‍্যহীন হলেও আপত্তি নেই
শুধু বিশুদ্ধ স্রোত

তারপর স্নান সেরে উপত্যকায় ফেরা…

নতুন শব্দ

বইয়ের বারান্দায় লকডাউন রাখিনি
অদ্ভুত জীবন বয়ে নিয়ে যাচ্ছে একটা রোদ
কিছু নতুন আলো এসেছে পুরোনো জীবনে

পর্বটা পরিচিত ছিল না ঠিক
এরপর ওরা আর আসবে কিনা জানিনা
তবে মনে রাখবে

তুমিও আসতে পারো
নিস্তব্ধ দুপুর , মাঝখানে আবহ সঙ্গীত
সময় কেটে যাবে
রবীন্দ্রনাথ কিংবা জীবনানন্দ পড়ে …

একা শব্দ

ভাবনারা উঠোনে এলে
আমি ব‍্যস্ত হয়ে উঠি

তারপর একটু একটু করে এগিয়ে যাই
পাহাড়ের স্নান ঘরে
ওখানে হাইপ্রোফাইলের বিউটি প্রোডাক্ট

আমেরিকানরা কখনো পরিবারকে মূল্য দেয়নি
তাই একা শব্দের এত ভিড়

ডুয়ার্সের মেঘ

হেলানো বারান্দা আর একটু হেলে গেছে
পা বাড়ালেই পাহাড় ,তারপর ভাবনা
ভাবনার শেষ সিঁড়িতে নদীদের জীবনযুদ্ধ

আজ দুপুরেও কোনো ভবিষ্যৎ ছিল না
চারদেওয়ালে শুধু অচেনা আবহসঙ্গীত

আমি ভিন্নমুখী ভাবনা ভেঙে এগিয়ে যাবার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাই পাহাড়ের ঘরে
জানালায় তখন ডুয়ার্সের মেঘ
অন্তহীন বৃষ্টির অপেক্ষায় …