লুৎফুন নাহারের কবিতা

পথ ও সেলাই
রোদের ঘ্রাণ মেখে শুয়ে আছে জোড়পথ;
সহ্যের অধিক হেঁটে হেঁটে পথিক খুলছে জোড়া।
ধ্যানমগ্ন ম্যাগনোলিয়া মোনাজাতে উপুড় আকাশ;
মেঘ চিরে উড়ে গেলে মনের উড়ান
পথ খুঁজে পথিকের পা…
ফেরত পাইনি বলে, আজীবন সেলাই করেছি যাওয়া!
বিচ্ছেদ মেনে ভরেছি ক্ষত,ক্ষতি দিয়ে;
এ-ই পরমে পাওয়া যাওয়ায়…
ফেরারি শৈশব হেঁকে যায় ফেরিওয়ালা কণ্ঠে,
‘হাওয়াই-মিঠাই—
হাওয়াই মিঠাই’…
মৃত্যু
মৃত্যু— এক গ্রহ বদলানোর নাম মাত্র।
বেঁচেও কেউ কেউ নিখোঁজ থাকে, যেন মৃত
কারো কারো পৃথিবীটাই যেন আস্ত কবর!
অভিমানের আঙুলে বিষ মেখে
কেউ কেউ উল্টে দেয় জীবনের অনাড়ম্বর পৃষ্ঠা
চেরি ব্লসমের কসম, উড়নচণ্ডী হাওয়া খুব ঋণী।
অথচ এ নিটোল সময়
ভাবনার কড়িকাঠ ডিঙিয়ে,
জীবন তালাশ করতে করতে
থামিয়ে দেয় গতি—
যেন সেই ভীষণ বিড়াল বিড়াল পলায়ন;
চলে যাওয়া মিছিলের মুখ।