মো. হাকিমের কবিতা

প্রচণ্ড এক স্বপ্নবিলাসী হয়ে যাই
পথটা এখানেই শেষ হতে পারতো কিন্তু হয়নি
পথের শুরু এবং শেষ
দুটোই আমার অজানা
তুবুও গন্তব্যহীন এক পথ ধরে
আমি হেটে যাই,
প্রতিদিন আকাশ এবং নদী আমায়
পথ দেখায়,
মাঝে মাঝে আমি আকাশ পানে চোখ রেখে
নীল অসীমের মাঝে কী যেন
খুঁজে বেড়াই,
সৃষ্টির বৈচিত্র্যময়তা আর সৃষ্টির মহিমায় ডুবে,
তার গভীরতা কিংবা বিস্ময়কর ব্যাপকতা
উপলব্ধি করার চেষ্টা করে যাই প্রাণপনে,
বহুদূরে, দূরত্বের পরিসীমা ছাড়িয়ে
কিছু একটা খুঁজে পেতে চাই আমি,
কিন্তু সীমাবদ্ধতার দেয়ালে আটকে থেকে
চলমান জীবনের উত্থান পতনের
ছন্দহীন উপাখ্যানের ভাবনাগুলোর মাঝে আমি হাবুডুবু খাই এবং
কখনো আবার কোন কিছু না বুঝেই
চাওয়া পাওয়ার হিসাবের মাঝে
স্রোতের মতো আমি ভেসে যাই, কখনো আবার
পথ হারা পথিক হয়ে
প্রচণ্ড এক স্বপ্নবিলাসী হয়ে যাই,
পথটা এখানেই শেষ হতে পারতো কিন্তু হয়নি।
আত্মিক বন্ধনের এক বিনে সুতোয়
অযথাই তুমি অহংকারের মাঝে ডুবে আছো
অথচ তুমি নিজেই চেনো না নিজেকে
যদি চিনতে, তবে আর যাই হোক
আত্মম্ভরিতায় ডুবে থাকতে না,
যে নিঃশ্বাস প্রশ্বাসের জোরে
বেঁচে আছো তুমি
তার হিসাবও তুমি কোনদিন রাখো না
অথচ দম ফুরালেই সব শেষ,
তোমার আমার পূর্বপুরুষরাও
স্ব গৌরবে একদিন বিচরণ করতো এ পৃথিবীতেই
জীবনের ইতিরেখা টেনে তারাও
একদিন বিদায় নিয়েছে
এ সুন্দর পৃথিবী থেকে,
তাদের প্রভাব প্রতিপত্তিও হারিয়ে গেছে
সেই অনেক আগেই,
ভোগ বিলাসিতায় মত্ত থেকে আর যাই হোক
জীবনকে কখনো
চেনা যায় না,
জীবনকে চিনতে হলে তাকে জানতে হবে,
যদি তোমার অন্তর্দৃষ্টিকে মেলে দাও
সৃষ্টির অন্তর্নিহিত সৌন্দর্যের অস্তিত্বের গভীরে
সৃষ্টির ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা
স্রষ্টার নিপুণ কৌশলগুলোর যে জটিল সমীকরণ
তা তোমায় বিমুগ্ধতা এনে দেবে,
তুমি দুচোখ বুজলে দেখতে পাবে
আয়নার মতোই স্বচ্ছ
এবং সুন্দর এক অসীম জগতকে,
যেখানে সকল চিন্তা চেতনাগুলো মিশে আছে
আত্মিক বন্ধনের এক বিনে সুতোয়,
হিংসা-বিদ্বেষ হারিয়ে গেছে অদৃশ্য এক
শক্তির আধারে
এক শান্তির সুবাতাস তোমায় আবেশিত করবে অনাদিকাল ধরে,
তুমি মিশে যাবে স্রষ্টা এবং সৃষ্টির মহা জাগতিক এক আত্মিক বন্ধনে
যার শুরু আছে কিন্তু কোন শেষ নেই।