দেবী আচার্য্যের কবিতা

দেবী আচার্য্যের কবিতা

প্রশান্তির মৌলিক কাহিনি

দুঃখ যদি অযাচিত অতিথি হয়ে
হৃদয়ের গভীরে প্রবেশ করে
নিঃসাড়ে দাহ শব্দের ব্যাখ্যা লিখে যায়
তবে নিঃসঙ্গ স্মরণের সীমারেখার অস্থি ভষ্ম
গঙ্গায় ভাসান দিলে
ক্ষয়প্রাপ্ত সুখ পুনর্জন্ম নিয়ে
প্রশান্তির মৌলিক কাহিনীতে বর্ণিত হয়।

বিচ্ছেদের দহনে

বিচ্ছেদের দহনে
বুকের গাড় ভাঁজ খাক হয়ে
বিষাদ নদীতে ডুবে
স্বপ্ন হাতড়াই।

নদীর জলের অভিশপ্ত শব্দে
শতাব্দীর প্রতিশ্রুতি মূর্ছা যায়,
নিমেষেই স্বপ্ন হারায়।

অযাচিত অশ্রুবিন্দু জমে চোখের কার্ণিশে।

এ কোন পাষাণ মলাটে আবরিত করেছ মন!

তোমার নিবেদিত চুম্বন
উপেক্ষার প্রাঙ্গণে নির্মাণ করেছে
নিরাশার নূতন ভূবণ।

পরিচর্যাহীন প্রেম

আগুন আর কতটুকু পুড়িয়েছে অ্যামাজন বন;
পাষাণ প্রেমিক-
তোমার পরিচর্যাহীন প্রেম
অবজ্ঞার নখরে আঁচড় কেটে
বালিকার হৃদপিন্ডে সৃজন করেছে
চন্দনচর্চিত হেম।