রেজাউদ্দিন স্টালিনের কবিতা

রেজাউদ্দিন স্টালিনের কবিতা

বাল্যশিক্ষা

লেখাপড়া করে যে
গাড়ি ঘোড়া চড়ে সে

এই শ্লোকে সমর্পিত আমরা
বছরের পর বছর গাড়ি ঘোড়া বশ করতে প্রাণপাত
মানুষ হওয়ার চেয়ে গাড়ি হবো
ঘোড়া হবো
আমাদের মা বাবারা জানেন
এই মন্ত্রে উৎকোচ বশীভূত হবেন
এবং উপরয়ালাও
ওখানেইতো বসে আছে গাড়ি
দাঁড়িয়ে আছে ঘোড়া

কোনো হাঁকডাক ছাড়াই আকাশ থেকে ঝরে পড়বে বৃষ্টিবৈভব

দেবতারা বেড়াতে আসবেন
মহাভারত থেকে
ইলিয়াড় অডিসি
রামায়ণ থেকে
বর দেবেন – দুধভাতের বদলে বারবিকিউ -শ্যাম্পেন
বস্ত্রহরণের আনন্দে নাচবে দ্রৌপদীরা

আমরা লেখাপড়া করবো
গাড়ি ঘোড়ায় চড়ে দেখা করতে যাবো -দুর্যোধন জগৎশেঠ রায়বল্লভ
মীরজাফর ঘসেটি বেগমের সাথে

আর মানুষ হবার সব পথ হারিয়ে
অনবরত গাড়ি ঘোড়া দালান কোঠার
জঙ্গলে ঢুকে পড়বো

পুনর্জন্ম

যদি আবার জন্মাই
ভালোবেসে বৃক্ষ হবো-পাতার বিনয়
ঘাস হবো নিরন্তর-পায়ের আশ্রয়

ভালোবেসে বাতাসের বেগ হবো
চুলের আকাশে বিদ্যুৎ
বিরহে পাথর হবো প্রাগৈতিহাসিক
সমুদ্র উজাড় করে-
অমৃত রাখবো পায়ে চাওয়ার অধিক

বৃষ্টি হয়ে ধুয়ে দেবো বিষ
মানুষ হয়ে জন্মালে আবার
একেঁ দিও কপালে উষ্ণীষ