প্রবীর রঞ্জন মণ্ডলের কবিতা

প্রবীর রঞ্জন মণ্ডলের কবিতা

গিলতে কতক্ষণ

দু’একটি কাগজের নৌকা
পেরিয়ে যাচ্ছে নদী এপার ওপার
সৌভ্রাতৃত্বের নোঙর কে উপড়ে দিয়ে
কতক্ষণ থাকতে পারে বহর নিয়ে?
তাই তুফান বারান্দায় বসে বসে দেখছি
আর ভাবছি জলের চিত্ত চপল সরলতা।
কিংবা কুটিল আবর্তের একটা দোলন
ঘুর্নন স্রোতের তলদেশে কখন পৌঁছাবে
ওই কাগজের নৌকা
একেবারে শেষ সমাধির নীচে!
কিংবা প্রবল বায়বীয় দানবের সংঘাত
তাকে পৌঁছে দেবে মহাস্রোতের কাছাকাছি।
শুনেছি সমুদ্র ফিরিয়ে দেয়
কুলের একেবারে সমীপে;
আর নদী গিলে নেয় সবকিছু।
নৌকা,তোমায় গিলতে কতক্ষণ!

নতুন স্রোতে

সময় পেরিয়ে যাচ্ছে
প্রহরের সীমাহীন স্রোতে
চারিপাশ জুড়ে অগনিত লোকজন
সবাই সেটা জানে,বোঝে, উপলব্দি করে।
তবুও অলসতায় নিরাশার স্রোতে
গা ভাসায় কেউ কেউ!
কখন আসবে আবার একটা ঢেউ
সময়ের হাত ধরে।
যদি সময় একটু থমকে দাঁড়ায়
নতুন বিভোর স্বপ্নে আত্মমগ্ন হয় মন
আবার নতুন স্রোতে জীবন
সময়ের হাত ধরে চলবে তখন।

চরিত্র আঁকব

দৃশ‍্যপট বেঁধে ফেলি
আত্মমগ্ন চাঁদের গুহায়
তীব্র আত্মশ্লাঘায় ভরে উঠুক
চাঁদের নিষ্পাপ কলঙ্ক।
তোমার চরিত্র আঁকব
বৈদিক জপমন্ত্রে বেদের পাতায় ;
বটের ঝুরির মতো আঁকড়ে থেকো বুক
সুখের পায়রার মতো সেঁকে নেবো সুখ।
তুমিও কলঙ্ক সরিও দু’হাত জুড়ে
আধ খাওয়া চাঁদের হাতে হাত রেখে
কোনো এক মায়া ভরা পূর্ণিমার রাতে।

শুরু হোক

সবুজ পাতার ঘর জুড়ে
আদিম প্রান্তে ঘটে শালোকসংশ্লেষন;
খাদ্যের অভিরুচি মুখ বদলায়।
দু’একটি ঝরাপাতার বুক
হাপিত‍্যেশ করে;
পচনশীল লাশের মতো বুক ফুলে যায়।
চমকে ওঠে সবুজ পাতার দল
উত্তুরে হাওয়া এসে বলে দেয় কানে কানে
দিন বদলের ডাক;
সময় হয়েছে শুরু পাতা খসানোর।
চোখে বসানো হোক পুরু আতস কাঁচ
নতুন করে বাঁচার নাচ শুরু হোক
শোক ভুলে নতুন পাতায়।
তাহলে পৃথিবীর নতুন গতির অভিমুখ
পরিবর্তন হবে একদিন,প্রতিদিন।

আলোর উজ্জীবন

বিকালের বিষন্নতা ঝেড়ে
চমকে ওঠে মায়াময় রাত
চাঁদের জ‍্যোৎস্না প্লাবন অক্টোপাসের মতো গিলে।
তিলে তিলে আস্তিনে জমা হয়
মায়া সভ‍্যতার নতুন এক জগত।
রাতের গভীরতায় ভর দিয়ে
পাতা ঝরা আমড়ার ডালে ডেকে ওঠে
রাতের সাথী আঁধারের পেঁচা।
গাঢ় অন্ধকারের বারান্দা ঠেলে
সভ‍্যতার উত্তরণের সাক্ষী হয়
যারা দিনের আলোর গভীরে
নিরুত্তাপ জীবন কাটিয়েছে এতকাল।
মহান কালদ্রষ্টা ঋষির মতোই
আহ্বান জানায় নতুন পূর্বাভাসকে।
নতুন আলোর উজ্জীবন মাথা তুলে বলে
আমি আজীবন আছি,
ছিলাম, থাকব সকলের মাঝে।
সভ‍্যতাকে তোমরা যতই পিছু টানো
গিলে ফেলো আপন গণ্ডুসে
প্রত‍্যেক প্রত‍্যুষে ঠিক দেখা হবে ;
দেখা হবে আপন গরিমায়।