শুভজিৎ দাসের কবিতা

শুভজিৎ দাসের কবিতা

ভাঙন

কানের মাঝে বেদনার অশ্রুর চিৎকার ,
একাকী সেফটিপিন থাকে বিভোর হয়ে;
বিনিময়ে কী দিতে পারে সে!
তালপাতায় ভেসে চলা সময়ের হদিশ ,
হয়তো বা ,
জলের খিদের একতাল আটার রূটি ;
যদি কমে ,
নিয়তির ভাঙা গড়ার খেলা।

কথারা

হেলানো টাওয়ারের গজানো লতা-পাতা
শুধু কুয়াশা চুরি করে ,
পাহাড়ের পাদদেশের একলা রোদ
হাত বাড়ায় কার উদ্দেশ্য !
কী জানি! নীল খামের কবিতা না জলছবি ?
পাহাড়ের গাত্রদেশের নদী বেয়ে
কথারা যদি উঁকি দেয় প্রাচীর পেরিয়ে
এককের প্রতি।

গোধূলি

মুমুর্ষু শরীকের ঘরে ফেরার গান
অবকাশে মোড়া কাগুজে দাবী ,
না জানি কত ভেদাভেদ
গোধূলি রং তো পাতারাই ছুঁতে চায়
অকাতরে কিংবা আড়ালে।