শামীম আহমদের কবিতা

শামীম আহমদের কবিতা

বাঙালীরা পলিমাটির সন্তান

আমরা বাঙালীরা পলিমাটির সন্তান ,আমাদের –
কোমলমৃণালবাহুদুটি এক সময় কঠিন-
শক্ত শাবল হয়ে ওঠে
পাথরের কর্ষণে,পাথরের প্রচ্ছন্নে লিখি নাম
পাষাণের বুকে আঁকি পদচিহ্ন,
টেকনাফ থেকে তেতুলিয়া হয়ে ব্যাবিলনের সুউচ্চ মিনারে,চায়নার শক্ত প্রাচীরে ;

যেখানে গিয়েছি সেখানেই পড়েছি পৃথিবীর কাব্যপুঁথি
তাঁর নিজস্ব নিয়মে নিজের ব্যাকরণ ;
পদ্মা ,মেঘনা ,সুরমার অববাহিকা ছাড়িয়ে
সুয়েজখাল ,হুয়াংহু, টেমসে্র নীল জলে ভাসিয়েছি
জীবনের ভেলা,
কেটে যায় বাল্যদুরাশার ক্ষণ
জ্বলে উঠে যৌবন ,জীবনের খা খা রুদ্দুরে
আমাদের শুদ্ধ হাততালিতে হয় অসুর দমন ;

আমরা পলিমাটির সন্তান
আমাদের দুহাতের মুটো ভর্তি আগুন ;
আমরা আগুন কুড়াই
আমরা হাড়ে শান দেই জীবনের ছুরি
ভেঙে গড়ি,আবার ভাঙি বাঁচার তাগিদে ,
মসলিন তাঁতের খটখট শব্দে
পৃথিবীর প্রান্তরে লিখি জরিন সুঁতায়
লাল সবুজের ইতিহাস,আমাদের স্বাধীনতার সনদ।