বিশ্বজিত পালের কবিতা

বিশ্বজিত পালের কবিতা

চৌদ্দটা পাকনা চুল

সেদিন কড়কড়ে রোদ বাবার ছিল না স্কুল
বসে বাছছিলাম বাবার মাথার পাকনা চুল।
মা উনুনে ব্যস্ত বাবার প্রিয় বেগুন ভর্তা তৈরিতে
গুনে গুনে চৌদ্দটা শাদা চুল রেখেছি কৌটোতে।

হঠাৎ দপদপিয়ে ওরা এসে বাবাকে তুলে নিলো
গেঞ্জি গায়ে লুঙ্গি পরা বাবা তাদের সাথে গেলো।
মায়ের আহাজারি,আমার কান্না -গললোনা পাষাণের মন
টানতে, টানতে যারা নিয়ে গেলো ওরা রাজাকার চিনি সেসব জন।

দুইদিন পর বিজয় এলো ফিরে এলো অনেকে
হেথায় খুঁজি সেথায় খুঁজি – দেখেছো বাবাকে?
দিন যায়,মাস যায় আজও ফিরেনি বাবা আমার
চোখের জলে নদী বহে আসলে ১৪ ই ডিসেম্বর।

চৌদ্দটা চুল আজও আছে বাবার স্মৃতি ধরে
কৌটো খুললে অবিরাম অশ্রু শুধু ঝরে।
বলত যদি বাবা এসে কইরে খুকি ওরে
পাকনা চুল যে অনেক হয়েছে বাছনা একটু করে।