সুনন্দ মন্ডলের কবিতা

ছন্নছাড়া
জীবনের একাংশ পার ভাঙা নদীর মতো,
ডুবে গেছে অস্তিত্বহীন মায়াজালে
সামাজিক কলুষতায়।
নীরব দর্শক জীবনের অন্য অংশ,
সারাদিন নিজের ধৈর্যের পরীক্ষা দিতে ব্যস্ত
কাঠঠোকরার আঘাতে গাছের ডাল হয়ে!
লগ্ন বয়ে যায়,
সময়ের পাতায় ঝরতে থাকে বয়সের চামড়া।
অনভ্যাস,অধৈর্য্য আর অমনোযোগী চেতনার আত্মবিলাপ শুরু হয়।
ফলাফল শূন্যে পরাজিত হতে থাকে বাকি ছন্নছাড়া জীবন।