শাহীন রায়হানের কবিতা

শাহীন রায়হানের কবিতা

সমুদ্র ইতিহাস

হিমালয়ের বরফকুচি থেকে আনমনে যে শিশির বিন্দুটি খসে পড়েছিল-
প্রকৃতির বুক চিড়ে সেই জলকণা আজ জল সমুদ্রের ঢেউ
যার বুকে প্রেম আছে বিরহ আছে-
আছে প্রেমের আগুনে পুড়া প্রেমময় বারুদের গন্ধ।

শ্রাবন মেঘের অন্ধ পদযাত্রায় ভেসে যায় এক ঝাঁক- পথভোলা বালিহাঁস
আমার উড়ো ভাবনার ব্যবচ্ছেদে
সমুদ্র ক্যানভাসে এঁকে যাই তার এক সমুদ্র ইতিহাস।

নদী ও শূন্যতা

পরিত্যক্ত কতগুলো নদীর কঙ্কাল
নিঃশব্দে উড়ে যায় শকুনের ঠোঁটে।
নদ-নদীর সঙ্গম যেন আজ অদৃশ্য রূপকথা
যা গল্প কথায় শুধু কৌতূহল বাড়ায়।
অথচ ওদের জীবন সিঁড়ির ধাপগুলোতে
আজ কোন জল নেই।
আছে প্রাণহীন বিরহ বেলুন ঢেউহীন আর্তনাদ
আর শুধুই জলহীন শূন্যতা-

আমার অনন্ত ভাবনায় উড়ে যায়
এক টুকরো নদী ভাঙা আশঙ্কার কালো মেঘ।
তবু আমি মেঘ ও আশঙ্কার মধ্যে কোন পার্থক্য খুঁজি না-
শুধু খুঁজি জলের গহীনে নদ-নদীর চির কাঙ্ক্ষিত জল সঙ্গম-
গাঙচিল জলপিপির অফুরন্ত উড়াউড়ি
সন্ধ্যার আবছা আলোতে এক মায়াবী নদীর-
প্রেমময় রূপালী জলস্রোত।