তীর্থঙ্কর দাশ পুরকায়স্থের কবিতা

তীর্থঙ্কর দাশ পুরকায়স্থের কবিতা

বাগান

গেরুয়া ফেট্টি বাঁধা পলাশ-বৃক্ষটি আজও
পাড়ার যৌবন,
তাল ঠুকে বলে দেয়
কিভাবে সে ছিনিয়ে এনেছে
আকাশ-প্রদীপ।

ভোরের প্রথম রশ্মি ঠোঁটে
যে আমার জানালায় টোকা
দিয়ে বলে যায়, ‘আবার এসেছি’,

সে টুনটুনি পাখি,আর
বয়োবৃদ্ধ গাছ,
একজনের পায়ে যদি চঞ্চলতা,
অন‍্যজন নীরব দর্শক;

প্রত‍্যহ সূর্যের থালা হাতে
রমণীটি ঘুরে যায়, দেখে
পাখি ও বৃক্ষতে মিলে আজও
বাঁচিয়ে রেখেছে তার
নিজস্ব বাগান

কৃপাণ আর ক্ষমাহীন
কুঠারের থেকে!