ইলা সূত্রধরের কবিতা

ইলা সূত্রধরের কবিতা

প্রদীপের মত পোড়ে

ভাবনারা আজ ভিড় করে আসে কত
যত সুখস্মৃতি আরক্ত হয় কথা
দানা বাঁধে তত অতীতের চিলেকোঠা
আমি কি তোমার চেনা কোন প্রিয় মুখ।

ভবিষতের উড়ছে অলীক ফানুস
আমাকে খুঁজেছি আমার মধ্যে যেই
ততবার মায়া খাঁচায় বন্দী রেখে
স্বপ্নের কাছে ফিরে গেছে আবেশিয়া

সামনে এখনও বেওয়ারিশ পটভূমি
তবু অনন্ত পথ চলে কিছু স্বপ্ন
করুন সুরে বাতাসিয়া বাঁশি বাজে
চেয়ে থাকে এই বিপন্ন জীবন যাপন

অজানা বিকেল হলুদ পাখির মতই
ধেয়ে ধেয়ে যায় সূর্য ডোবার দিকে
বুকের কান্না প্রতিকার হীন বোবা
তখনই এই ঝড় প্রদীপের মত পোড়ে।