সুমন মল্লিকের কবিতা

মেঘের চিঠি
সচকিত হিমেল বাতাসে ঢেউ তুলে মিলিয়ে যায় বিভূতি
বর্ষার কাছে গচ্ছিত আছে পারাপারগুলির মৃদু রিনিঝিনি
এক হাতে জারুলের কোমলতা, এক হাতে মেঘের চিঠি
একতারা বাজে মনে, প্রাণে সুর তোলে হারানো যোগিনী
ভাঙনের আয়না
মেঘভাঙা বৃষ্টিতে দাঁড়িয়ে ভেজে ফতুর মনের ভীষ্ম জ্বালা
কবিতা আসলে ভাঙনের আয়না— অশ্রু দিয়ে গাঁথা মালা
নয়নের ঝিল
খুঁজি, খুঁজি, খুঁজি… সেই
অলৌকিক কবিতার অন্ত্যমিল
এক ঝড়বৃষ্টির রাতে
সেখানে হারালো নয়নের ঝিল
তৃপ্তিপুরাণ
চিরস্থায়ী হয়ে আছে নির্মাণ ও নির্বাণের ইতিহাস
এই ভরা বর্ষায়
এই থৈ থৈ আর্দ্র আকুলতায় লিখি
তৃপ্তিপুরাণ – কোন বদল ঘটে না, বৃষ্টি বারোমাস
অন্ধ ঘরে
চোখের বৃষ্টিতে হাত রেখে রাই চলেছে অন্য নগরে
দেহের বৃষ্টিতে স্বপ্ন রেখে কবি পুড়ে মরে অন্ধ ঘরে