কোথায় পালাবে তুমি ছিঁড়ে রেখাজাল
তুমি যতদূর যাও
আমার সঙ্কেত বৃত্ত
তোমার পরিধি। তুমি
কোন মুহুর্তের
অযান্ত্রিক স্তব্ধতায়
হঠাৎ শোনবে লঘুপায়ে
মৃত্যু হেঁটে চলে জীবন কিনারায়!
কোথায় পালাবে তুমি ছিঁড়ে রেখাজাল?
জ্যামিতিক আকাশের মহাশূন্য থেকে
আমার অতন্দ্র দৃষ্টি তাক করা আছে তোমার অভিমুখে।